।।। ভুল ।।।

কোন এক ভুল সময়ে, ভুল তিথি, ভুল ক্ষনে জন্ম আমার।
ভুল মানুষের সাথে নিত্য বসবাস,
আজন্ম ভুল পথ, ভুল মতাদর্শে চলি-
অন্তহীন ভুল গন্তব্যে।
ভুল পরামর্শে, ভুল উপদেশ শুনে নিই-
এক গভীর অতল ভুল সিদ্ধান্ত।
আজন্ম মেতেছি আমি ভুল ভালবাসায়,
মরিচিকায় আর ভুল আলেয়ায়।
৩০ বছর শেষে খেরো খাতা খুলে দেখি
জমা-খরচ ভরে আছে বিশাল এক ভুলে।
কিংবা হয়তো আমি নিজেই একটা মস্ত ভুল।
বাস করি ভুল কোন দেহে কিংবা আত্মায়।

Recommended Posts