অপেক্ষা

আসলে না তুমি আজো
মন বসে নি কাজেও

অপেক্ষা

ক্যামনে হবে তাইলে
দেখা না পাইলে।

হও যদি বিরক্ত
করবো না আর ত্যক্ত;
তবু তুমি আসো
একটু খানি হাসো।
তোমার ঐ হাসিতে
ভালবাসা বাকিতে
বিলিয়ে দেবো
তোমারই হবো।
-ঝড়ের পাখি
২৬-১০-১৪

Recommended Posts