অভিনয়

অভিনয় জীবনে জবানে…
সেলুলয়েড, ভার্চুয়াল, রিয়েলে…
নিত্য সেথা হচ্ছে বদল
চরিত্র আর ডায়ালগ-
মিছে কেন দর্শক একা?
একলা একা বসে থাকা।
নামবো আমি নাম ভূমিকায়
করবো সেথা নিত্য অভিনয়
আমিই সেথা খল কিংবা জোকার
ক্ষতি কি আমার নেইকো আকার।

Recommended Posts