অলস আমি ভীষণ
অলশ
অলশ
খাই না পানি
নাড়িয়ে কলস!
নাড়িয়ে কলস!
কুনো আমি গোঁফ-খেজুরে-
কাটে দিন পি পু
আর ফি শো করে।
আর ফি শো করে।
আমারে দিয়ে হবে
না কিছুই-
না কিছুই-
পড়া ছেড়েছি
অনেক আগেই-
অনেক আগেই-
বাকি আছে
লেখালেখি-
লেখালেখি-
হবে না বুঝি
দেখা দেখি।
দেখা দেখি।
তুমি বল লিখতে
গদ্য-
গদ্য-
আমি শুধু করে
যাই কাব্য।
যাই কাব্য।
তুমি কেন এখনো
রেখেছো আশা।
রেখেছো আশা।
আমি তো
হারিয়েছি ভাষা।।
হারিয়েছি ভাষা।।
ঝড়ের পাখি
০৮/১১/১৪
ভাড়া কুটির,
মানিকগঞ্জ।
মানিকগঞ্জ।