তোমার গায়ের গন্ধে এলেমেলো হয়ে যাই
পাগলের মতো ঘুরতে থাকি চতুর্দিক
নেশা জাগায়, মনে, অন্তরে শরীরে
আগুন জ্বলে- পেতে চায় তোমার স্পর্শ।।
তোমাকে আর পাওয়া হয় না- স্বপ্নেও
পাই ঘ্রাণ, অগ্রহায়ণেও ফসলের সোঁদা গন্ধেও
এই বদ্ধ ঘরে জ্বালাই না ধুপ- পাছে মুছে যায়
খুলি না জানালা-যদি উবে যায় সেই ঘ্রাণ
বসন্তের দক্ষিণা বাতাসে -ফুলেল সুঘ্রাণে।।
আমি চেটেপুটে খাই তোমার ঘাম তৃপ্তিতে
মেখে নিই ঘ্রাণ হাতে-গায়ে-মুখে স্বস্তিতে
তুমি তো মিশে আছো মোর সকল অস্তিত্বে
পুড়িয়ে ফেলো দেহ খুঁজে পাবে শেষ অস্থিতে।।