বুকের ভিতর আগুন ছিল
আগুন ছিল দৃষ্টিতে;
চোখের আগুন ঝরতো শুধুই-
আশ্রু জলের বৃষ্টিতে।
আগুন ছিল দৃষ্টিতে;
চোখের আগুন ঝরতো শুধুই-
আশ্রু জলের বৃষ্টিতে।
ঠোটের মাঝে আগুন ছিল
ভালোবাসা সৃষ্টিতে,
মাথার ভেতর আগুন গুলো
প্রকাশ পেতো কৃষ্টিতে।
ভালোবাসা সৃষ্টিতে,
মাথার ভেতর আগুন গুলো
প্রকাশ পেতো কৃষ্টিতে।
মুখের কথা উঠতো হয়ে
অগ্নিঝরা বক্তৃতায়-
হাত যে হতো অগ্নিগোলক
ভাঙা গড়ার মগ্নতায়।
অগ্নিঝরা বক্তৃতায়-
হাত যে হতো অগ্নিগোলক
ভাঙা গড়ার মগ্নতায়।