আলিঙ্গন

তোমার সাথে হয়ে যাক আজ আমৃত্যু আলিঙ্গন।
চুম্বককে হারিয়ে দেবে উষ্ণতম চুম্বন।
কবিতার ছন্ধ হোক শরীরের মাদকতা।
পিপাষার্তের পেয়ালা হোক আদরীয় নখরতা।
ক্লান্তি আর অবসাদ নিমিষেই যাবে মিলিয়ে
কাঙ্ক্ষিত দীর্ঘতম দৃষ্টি বিনিময়ে।
আমি আজ পৃথিবীর আদিম তম প্রেমিক,
ভাবছো কী? দেখছো কী তাকিয়ে চতুর্দিক।

Recommended Posts