বন্ধু চলো আগুন বেঁচি, শিশির ভেজা জল;
সেই জলেতে দুঃখ আমার করছে টলমল।
হাত বাড়ালেই হাত মেলাবো, পা বাড়ালেই পাপ!
শরীরে মিললেই পাবে তাপ- হবে অনুতাপ।
বিচ্ছিরি এক বদখিচ্ছিরি, হতচ্ছাড়া আমি-
তোমার ছোঁয়ায় দেখো- হবো ভীষণ দামী!
রাখবো তোমায় বুকে ধরে কালন্তরে দিবাযামী,
শীতে দেবো উষ্ণতা আর ভালবাসার হামি।
তোমার ছোঁয়ায় দেখো- হবো ভীষণ দামী!
রাখবো তোমায় বুকে ধরে কালন্তরে দিবাযামী,
শীতে দেবো উষ্ণতা আর ভালবাসার হামি।
ঝড়ের পাখি
০৩-১২-২০১৪
অক্ট্রয় মোড়, রাজশাহী।
— looking for উষ্ণতা.