যতটা আঘাতে সবকিছু ভেঙে পড়ে
ততটা আঘাতেও দাঁড়িয়ে আছি–
পলকহীন শুষ্ক চোখে-
যতটা অবহেলায় ঘাস মরে যায়-
অবহেলায় প্রাণ ফিরে পেয়েছি;
ভালবাসতে শিখেছি আবারো উদ্দীপনায়।
তোমারে চোখে আজও আমি অদৃশ্যমান অণুজীব;
তোমার মনের যন্ত্রে যা ধরা পড়ে না;
জানোই সকল প্রাণের শুরুই সেই থেকে।
তবুও তুমি ব্যস্ত সংকটাপন্ন নীল তিমি
আরা শ্বেত হাতী নিয়ে।
আমি মরবো- আবার জন্মাবো তোমায় ভালবেসে।
তোমার মনের যন্ত্রে যা ধরা পড়ে না;
জানোই সকল প্রাণের শুরুই সেই থেকে।
তবুও তুমি ব্যস্ত সংকটাপন্ন নীল তিমি
আরা শ্বেত হাতী নিয়ে।
আমি মরবো- আবার জন্মাবো তোমায় ভালবেসে।
ঝড়ের পাখি
২৮-১১-১৪
নৃবিজ্ঞান বিভাগ, রা বি।