গৃহ পালিত পশু।
গরু নিয়ে লিখছি ছড়া
আমি নারান বসু।
গরুর আছে চারটি পদ,
মাত্র দুটি শিং।
শিং দিয়ে মারলে গুতা
নাচবে ধা তিং তিং।
দুটো কান, দুটো চোখ;
একটি কেবল নাক।
একটি মুখ দিয়েই সে
হাকে দশের হাক।
একটি লেজ আছে তার
অগ্র ভাগে কেশ।
সেই লেজটি দিয়ে গরু
তাড়ায় মশা-মাছি বেশ।
চারটি পায়ের খুড়গুলো
দ্বি-বিভক্ত।
গরু হল গৃহ দেব
কর্তা ভীষণ ভক্ত।
গরুর আছে নানান আকার
মোটা এবং কাবু-
স্বাস্থ্য-শরীর ভাল হলে
দেখতে লাগে বাবু।
গরু আছে নানান রকম,
আছে নানান রং
লাল, ধূসর, মেরুন সাদা,
মিশ্র কালো রং।
গরুর আছে খাদ্যাভাস;
খায় নানান খাদ্য।
সেই খাদ্যের বর্ণনা
দিতে আছি অদ্য।
ঘাস, কুটা, কুড়া ভুষি।
জাবর কাতে একলা বসি।
সারা দিন মাঠে চড়ে
খায় সে খেয়াল খুশি।
গরু খুবই উপকারী,
অপকার তার অল্প।
সেই উপকারের বর্ণনা
দিতেছি খুব স্বল্প।
দুধ পাই, পাই গোশ,
পাই যে নানান দ্রব্য।
জ্বালানী পাই, সার পাই
থেকে গরুর বজ্র।
গরু কর লালন-পালন,
যত্ন কর অতি।
গরুর গুনে বেড়ে যাবে
ভাগ্য চাকার গতি।
-ঝড়ের পাখি
২৪-০৯-০৩