কোন এক স্বপ্নিল রাতে তোমার সাথে হাতে হাত রেখে স্বপ্ন বিলাস করবো বলে হাতে হাত মিলিয়েছি।
তোমার সাথে হাজারো পথ পাড়ি দেবো বলে
পা বাড়িয়েছি।
তোমার সাথে বাকি জীবন এই বিশাল পৃথিবীটাকে দেখবো বলে
নিজেকে হারিয়েছি-
আর তুমি মিছে চাল নুন আর ডালের খোঁজে আমাকে করেছো
ত্যক্ত-বিরক্ত।
আমি হয়ে যাই অতিষ্ট।