তোর রংধনু রাঙা জামা চাই,
চাঁদ সুরুজ মামা চাই,
রোজ রোজ হামি চাই।
সবকিছু দামী চাই।
চাঁদ সুরুজ মামা চাই,
রোজ রোজ হামি চাই।
সবকিছু দামী চাই।
আমি শধু তোকে চাই
শুন্য এ বুকে চাই
বুক ভরা সুখে চাই
জলে ভেজা দুখে চাই
পাশে চাই, হাতে চাই
কাছকাছি থাকা চাই।
তোকে চাই, তোকে চাই,
তোর ঐ হাঁসি চাই
দুষ্টমি কাশি চাই
আঁকা ঐ চোখ চাই
রঙে রাঙা ঠোঁট চাই
চিবুকে চিবুক চাই
গলাগলি হতে চাই
বলাবলি হতে চাই।
আমি শুধু তোকে চাই
তোর সব কিছু চাই।
শুন্য এ বুকে চাই
বুক ভরা সুখে চাই
জলে ভেজা দুখে চাই
পাশে চাই, হাতে চাই
কাছকাছি থাকা চাই।
তোকে চাই, তোকে চাই,
তোর ঐ হাঁসি চাই
দুষ্টমি কাশি চাই
আঁকা ঐ চোখ চাই
রঙে রাঙা ঠোঁট চাই
চিবুকে চিবুক চাই
গলাগলি হতে চাই
বলাবলি হতে চাই।
আমি শুধু তোকে চাই
তোর সব কিছু চাই।
ঝড়ের পাখি
২৯-১২-১৪