তুমি আমার, আমি তোমার,
তুমি আমার হৃদয় ভুমি,
প্রেম প্রীতি, আশা ভালবাসা
রয়েছ আমার হৃদয়ে তুমি।।
তোমার ঐ মুখ, তোমার ঐ চোখ,
হৃদয়ে জাগায় অতৃপ্ত ভুখ;
এত সুখ-শান্তি এত পরিমল।
কোথা পাব আর বন্ধু তোমার মাঝে ছাড়া?
হৃদয় আমার তোমার লাগি,
যেখানে থাকি সদা থাকে জাগি,
স্বর্গ হতেও শ্রেষ্ঠ সে আমার-
মায়া ভরা ঐ মুখখানি।।
তোমার ঐ রুপ তোমার ঐ চুল।
ঝরনা ভাবিলে তবু হবে ভুল।
পৃথিবীর আমি যেখানেই থাকি-
হৃদয় কাড়ে তোমার মিস্তি হাসি।।
দুঃখ সুখে থেকো তুমি পাশে,
ভরিয়ে দিও শুধু ভালবেসে;
অন্য কিছু চাইনা আমি
তোমার কাছে প্রিয়া।।
-ঝড়ের পাখি
২-১০-০০