তুমি মোর চাঁদ-তারা,
তুমি সাধনা,
তুমি ছাড়া আমি
কিছু ভাবি না।
তুমি বিনা এ জীবন
ধূ-ধূ মরুভূমি;
তুমি শুধু তুমি।।
তুমি মোর স্বপ্ন,
তুমি ভালবাসা।
তুমি মোর আশা,
তুমি প্রিয়াসা।
তুমি প্রথম প্রেম
ওগো! উর্মি।
তুমি শুধু তুমি।।
তুমি স্বর্গের অপ্সরা,
তুমি ফুল পরী।
তমারি রুপের মোহে
পাগল হয়ে মরি।
তুমি বিধাতার দান-
প্রিয়সী! উর্মি।
তুমি শুধু তুমি।।
তুমি মোর কবিতা,
তুমি উপমা।
তুমি মোর লেখার
অনুপ্রেরণা।
বিধাতার অপরুপ
সৃষ্টি তুমি- উর্মি।
তুমি শুধু তুমি।