তুলনা

দুখের গুপ্তধন তোমার যেমন আছে
তেমনি আমারও-
সুখের উপহার যেমন তোমার আছে
তেমনি আছে আমারও-

নিজের দুখকে গান বানিয়ে গাও
রাগ-অনুরাগ তোমার মত আছে আমারও।
তুমি আমাকে আর আমি তোমাকে কি আর বুঝাবো?
পাগল এ মন তোমার যেমন ঠিক তেমনই আমারো।

হৃদয় যন্ত্রণা তোমার যেমন আছে আমারো,
কানাকানি হয় তোমার যেমন হয় আমারো।
মুখ ফিরিয়ে নিয়ো না তুমি আমার থেকে
দিন বদল আর সময় অসময় সবারই থাকে।
দুখের গুপ্তধন তোমার যেমন আছে
তেমনি আমারও-
সুখের উপহার যেমন তোমার আছে
তেমনি আছে আমারও।।
-ঝড়ের পাখি
oi-ao-ad

Recommended Posts