তোমার কথা শুনবো বলে
অধীর অপেক্ষায়…
আমার চোখে দেখবো
তোমায়
অতৃপ্ত চাহনায়…
অধীর অপেক্ষায়…
আমার চোখে দেখবো
তোমায়
অতৃপ্ত চাহনায়…
তোমার হাতে রাখবো এ হাত
মিলবো ভাবনায়…
পাড়ি দেবো এই বহু পথ
পা মিলনায়…
-ঝড়ের পাখি
০৫-০৮-১৪