নোবেল

শাপে বর (মালালা), বরে শাপ (ইউনুস);
পাপে মৃত্যু, লোভে পাপ,
দেবো নাকি সাগরে ঝাঁপ?
জীবন জুড়ে কত অনুতাপ-
আমার কবে হবে বল বাপ?

অনেক কিছু করেছো তুমি;
ছোট্ট একটু এই বয়সে।
তোমার বয়সে আমি ঘুমিয়ে
কিংবা বাথরুমে বা নেটে …
অভিনন্দন তুমি আমার প্রজন্মের
উদ্বুদ্ধ আমি অনুপ্রানিত।

Recommended Posts