থাকতো যদি পাখা আমার – আমি হতাম পাখি,
কেবল আছে দু’খানি পা- তাই বুঝি আমি পাপী।
মন আছে বলেই আমি কক্ষনো নই মানুষ।
হাতের ব্যবহার আমায় করছে বেহুশ।
আমায় নিয়ে হাজার কথা- নিত্য সেথায় মাথা ব্যথা।
করছি কতো ইচ্ছে মতোন; পাগলামোয় জা- তা।
তার চেয়ে বেশ হতো ভালো- ধূলো মাখা মেঠো পথ,
ছুটতো না, হানাহানি- বিদ্বেষ আর খুনোখুনির রথ।