পূজা ঊৎসব

আমার যেমন ঈদ আছে ভাই
তোমার আছে পূজা।
ধর্ম বলো, কর্ম বলো-
আমরা যে পাই মজা।
ঈদে যে খাই সেমাই- পায়েস
পূজোতে মিষ্টি -নাড়ু;
ঢাকের তালে নাচে রে মন-
নাচে ছেলে বুড়ো।
পুজো মানে সপ্তাহ জুড়ে
উৎসবেরই সাজ।

হোক না আজ বাড়াবাড়ি
কামাই দিয়ে কাজ।

নানান পূজার ভিড়ে
আমার কাছে দূর্গা-
মা তুমি বিপদ-তাড়িনি,
বলি দূর্গা- দূর্গা-দূর্গা।

Recommended Posts