হাসবো না কাঁদবো
পারছি না বুঝতে!
যাচ্ছি না-
ভালবাসার মানে খুঁজতে।
পারছি না বুঝতে!
যাচ্ছি না-
ভালবাসার মানে খুঁজতে।
মনে রেখেছো তুমি-
জেনেই পুলকিত,
নগণ্য আমি,
তাতেই তৃপ্ত।
করছি না নিবেদন
পুনরায়-
প্রার্থনা সুখে থেক
সবসময়।
-ঝড়ের পাখি
oi-ao-ad