প্রেমিক


আমার একটাও
ভালবাসা নেই-
নেই রুপালী
মায়াবী জোছনা।
নেই বৃষ্টি
ভেজা আকাশ ছোঁয়া
বাতাসে সুরের
মূর্ছনা।
নেই স্মার্ট
ফোন; নই আমিও স্মার্ট;
নেই আই-পড,
আই-প্যাড, বিন জেলী, ব্র্যান্ডের টি-শার্ট,
নেই
ফেসবুক-টুইটার;-নই চিত-বাটপার।
বলতে পারো
মফিজ, আবুল, খ্যাত যা ইচ্ছে আর-
তার পরেও মন
আছে, আছে চোখ।
সেই চোখে আটকে
গেল তোমার রুপ, সেই মুখ!
পারি না লিখতে;
কিংবা গাইতে-
তবুও আমি
প্রেমিক।
ভালবাসি
তোমাকে; হ্যাঁ কিংবা না-
তোমার বিবেচনায়
সঠিক।
       -ঝড়ের পাখি
        ৩০-১০-১৪

Recommended Posts