ফেসবুক বন্ধুত্বPosted on October 28, 2014 মনে করো আমি বেঁচে নেই- মরে গেছি কোন সকালে; ট্যাগাচ্ছি না তোমাকেই আর ছবি কিংবা লেখাতে। স্ট্যাটাস আর দিচ্ছি না রোজ রাত্রে কিংবা বিকালে। পাবে না আর আমাকে খুঁজে- মুখবই এর দেয়ালে। Like, Comment, Share দিচ্ছি না করছি না চ্যাটিং কিংবা পোক। নাই বা চিনলে কিংবা জানলে- আমি তবুও তোমাদেরই লোক। -ঝড়ের পাখি ২৩-১০-১৪