বন্ধু

বন্ধু

আমার দুচোখে আর
আগুন জ্বলে না-
মনেও নেই প্রেম।
বাস্তবতা আর ব্যস্ততায়
মেলে না সময়-
হয়ে গেছি স্থবির, অনড়।

তোমার এবং তোমাদের কথা
মনে পড়ে না
এমন কথা
বললে ভুল হবে,
তবু কেন জানি
হয়ে ওঠে না/ নাকি করি না?

তবে, হৃদয়ের কোথায়
যেন মোচড় দেয়,
অপরাধ বোধে ভুগি।
ফেসবুক আর কথাযন্ত্রও
সব নয়…

তোমাদের সানিধ্য পেতে
মন কেন যেন
আকুলি-বিকুলি করে।
যেখানেই থাকো,
যেভাবেই থাকো…
মনে রেখ পাশে আছি…

শুনবো তোমাদের আহবান।
তোমাদের ভালবাসা আজ
আমাকে করেছে ধন্য…
নিয়ে যাবে অনেক দূর…
আমার স্বপ্নের আকাশে…

Recommended Posts