ভৃত্য

আগুন জ্বলা ফাগুন চোখে দেখবো তোমায়
নিত্য
তোমার
বাড়ির ফুল বাগানে হতে পারি ভৃত্য।
অবকাশে
থাকবো পাশে শীতের খোলা আকাশে
;
আমায়
তুমি খুঁজে পাবে আদর মাখা বাতাসে।
নিত্য সেথা ফুল ফুটাবো
রঙ
বে-রঙের ফুল
;
নাই
বা পেলাম তোমায়-

সখি
আমার ফুল
অবকাশে থাকবো পাশে
শীতের
খোলা আকাশে
;
আমায়
তুমি খুঁজে পাবে

আদর
মাখা বাতাসে।


ঝড়ের পাখি
০১-০১-১৫

Recommended Posts