তোমার সব মন খারাপ হয়তো আমার কারনে নয়-
আমার অধিকাংশ মন খারাপ কিন্তু তোমাকেই ঘিরে হয়।
মাথাটা তখন ভীষণ বেইমানি করে;
বড্ড বেশি ধুক পুক করে বুকটা।
ঘুমে চোখটা বুজে আসতে থাকে-
আর মাথাটা করতে থাকে বোঁ বোঁ;
আর আমি ঘুরে বেড়াই ভোঁ ভোঁ
আমার অধিকাংশ মন খারাপ কিন্তু তোমাকেই ঘিরে হয়।
মাথাটা তখন ভীষণ বেইমানি করে;
বড্ড বেশি ধুক পুক করে বুকটা।
ঘুমে চোখটা বুজে আসতে থাকে-
আর মাথাটা করতে থাকে বোঁ বোঁ;
আর আমি ঘুরে বেড়াই ভোঁ ভোঁ