মুদ্রার ওপিঠ

প্রতিটি মুদ্রার ২টি পিঠ-
আমরা একসাথে দুইটা পিঠ একসাথে দেখতে পারি না। তাইতো আমাদের দেখার ধরনেই- বিশ্লেষণ বদলে দেয়।
আমি দেখি মাথা; তুমি দেখ লেজ
এই আধা দেখাই আমাদের নলেজ।
ভাবি তুমি দোষী- আমি নির্দোষ।
চোখ মুদে ঘুম দেই- সুখের আবেশ।
কেন তুমি করো এটা- যেটা আমি পারিনা-
তুমি শুধু জিতে যাও- আমি তবু হারি না।
ভুল বুঝে দূরে গেলে- ভুল ভাঙাবো না।
ভুল গুলো ভুল হয়ে ফুল ফুটবে না।

Recommended Posts