রাগ, অভিমান

রাগ, অভিমান দেখলে তুমি
ভালবাসা বুঝলে না;
কষ্ট পেয়ে দূরে গেলাম
কাছে কেন ডাকলে না।
আমার অনুভূতি প্রকাশ এমনই
একটু খানি খটমটে
কি করবো বলো কাঁদতে পারিনা
হয়ে গেছি খটখটে।
এখন আর কাল বৈশাখী নই
শ্রাবণ হয়ে ঝরতে চাই।
অল্প-স্বল্প নয়রে সখি
অনেককক খানি পাইতে চাই।

Recommended Posts