শুভেচ্ছা


উত্তাপ সে তো
কবেই হারিয়ে গেছে-
রিমঝিম বরষাও
গিয়েছে শুকিয়ে;
সাদা কাশফুল আর
নীলাকাশ
মিইয়ে আছে
কুয়াশার চাঁদর মুড়িয়ে।
নবান্ন আর
পিঠা-পুলির ভিড়ে
স্মৃতি যেন মোর
হয়না ধোঁয়াশা।
উষ্ণতা আর
মনোহরণের ব্যস্ততায়
ব্যাঘাত ঘটাতে-
জানাই শুভেচ্ছা।

ঝড়ের পাখি
০৮/১১/১৪
ভাড়া কুটির,
মানিকগঞ্জ।

Recommended Posts