শুভ জন্মদিন


দামী তুমি অনেক দামী তোমার নামের মতো!
মূল্য যে পায়
তোমার ছোঁয়ায় মূল্যহীন যতো।

সাগর সেঁচে
মুক্তা কুড়াও ভুলিয়ে দাও ক্ষত-
অশ্রু বারি কপোল
চুমে মুক্তা হয়ে ঝড়ুক অবিরত!

তোমায় পেয়ে ধন্য
আমি- শোধ হবে না ঋণ-
ভালোবাসি; বাসবো
ভালো চিরদিন।

ভালো থেকে, ভালো রেখো (সবাইকে)- শুভ জন্মদিন। 

Recommended Posts