শুভ রাত্রি-৩

আজ অনেকক্ষণ তোমার অপেক্ষায়…
কারণ কাল বিদায়ের খনিক
পরেই তোমার আগমন।
তাই অনেকক্ষণ গুনেছি স্ট্যাটাস,
দিয়েছি লাইক-

তুমি আসলে না
এই হুদ হুদ রাতে,
ঝিঁঝিঁ ডাকা ফেসবুকেতে।

ভালই হল রাতের সঙ্গী
একজন কমেই গেল।
তুমি হয়ত উষ্ণতায়
আরাম ঘুমের সন্ধানে
ঘরের আরশোলা আর
মাশাদের আবারিত বিচরণ
তোমার ভাবনায় বিভোর হতে
বেশ বিঘ্ন ঘটাচ্ছে…
শুভ রাত্রি।।

-ঝড়ের পাখি
AA-AO-AD

Recommended Posts