শুভ রাত্রি

আর কতক্ষণ রাখবে অপেক্ষায়?
চোখ দুটো ঢুলু ঢুলু,
ক্লান্তিতে আলুথালু,
আর কত রাত রাখবে অপেক্ষায়?

তোমার আশায় মিট মিটায়
দু’ চোখের পাতা।
এবার তবে এসো তবে
ওগো আমার সখা।

জাগরণে নাই বা এলে
আনবো তোমায় স্বপণে,
শুনবো না মানা
দেখবো মুদ্রিত নয়নে।

রাত্রি তাই প্রিয় আমার,
ইচ্ছে মতন থাকো পাশে।
তুমিই আমার চাঁদ তারা
ঘুমের আকাশে।

ঘুম তুই আয় দু’চোখ জুড়ে
সখাকে রাখবো মুড়ে,
মৃদু আলিঙ্গনে।
শুভ রাত্রি স্বপনে।

-ঝড়ের পাখি
AC-AO-AD

Recommended Posts