শুভ সকাল

ঘুম ভেঙে তোমাকে পাবার আশায় মুখ বইয়ে খোঁজাখুঁজি,
আলতো আলোয় তোমার নরম বুকে স্বপনে মুখ গুজি।
তুমি নেই তবু তোমাকে নিয়ে ন্যাকামি,
আগের মতোই আজও এই একামি।
তোমাকে নিয়ে আমার সেকাল, একাল, আকাল
ভাল থেকো, ভালবাসি- শুভ সকাল।

ঝড়ের পাখি
০৩-০১-১৫

Recommended Posts