আজ কালকার বাচ্চাগুলো সকাল দেখে না;
ভোরের মিষ্টি রোদ গায়ে মাখে না।
কিচির মিচির পাখির ডাক কভু শোনে না-
ভোরের শিশির হাতে নিয়ে চেখে দেখে না।
ভোরের মিষ্টি রোদ গায়ে মাখে না।
কিচির মিচির পাখির ডাক কভু শোনে না-
ভোরের শিশির হাতে নিয়ে চেখে দেখে না।
আগুন জ্বলা ঝিঁঝিঁ পোকার পিছে ছোটে না।
চাঁদের বুড়ির গল্পে তাদের খায়েশ মেটে না।
ঘুমায় তারা গভীর রাতে- সময় কাটে টিভি দেখে;
খাওয়া কিংবা কান্না- হাঁসি কার্টুন গান চোখে।
চাঁদের বুড়ির গল্পে তাদের খায়েশ মেটে না।
ঘুমায় তারা গভীর রাতে- সময় কাটে টিভি দেখে;
খাওয়া কিংবা কান্না- হাঁসি কার্টুন গান চোখে।
ঝড়ের পাখি
১৭-১২-১৪