সংসারী

তোমার সাথে রাত-ঘুম
ভালবাসি ভাত ঘুম;
কবিতা তোমায় দিলাম ছুটি-
বউয়ের সাথে বানাবো রুটি।

চাঁদ দেখে মুগ্ধ হওয়ার আগে
যায় চলে যায়- খুনসুটি অনুরাগে।
আর শুনি না মধুর কোন গান-
করছি শুধুই ঘ্যান-ঘ্যান!
বৃথায় কেন অশ্রু তোমার চোখে?
আর থাকি না উদাস-উদাস মুখে।
তোমার হাতে খুন্তি কড়াই- আমার হাতে ব্যাগ;
দু’জন মোরা দু’জনাতে করেছি সব ত্যাগ।
তোমার মুখের হাঁসির লাগি
দুঃখ আমার লুকিয়ে রাখি;
মিথ্যা আমি হাজার বলি
দিচ্ছি কত জোড়া- তালি।

ঝড়ের পাখি
২৭-১১-১৪
নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।

Recommended Posts