মানুষ হিসেবে আমরা মাঝে মাঝে অন্যকে ভুল বুঝে প্রতিপক্ষ (শত্রু) বানিয়ে ফেলি। নিজের গণ্ডিকে আর বেশী সংকীর্ণ করে তুলি। তার চেয়ে ভাল হয় বন্ধু বানিয়ে নিজের দল ভারী করা। নিজেকে শক্তিশালী করা।
শত্রু বানালে নিজেই দুর্বল হয়ে যেতে হয়; আর বন্ধু বানালে নিজের হাতকে শক্তিশালী করা হয়।
আমিও চলার পথে অনেক শুভাকাঙ্ক্ষী, বন্ধু কিংবা পরিচিত জনকেই প্রতিপক্ষ বানিয়েছি…
তাদের সাথে আজ যোজন যোজন দূরত্ব। ইস যদি আবার ফিরে পেতাম।
জানি তোমরা ইচ্ছায় বা অনিচ্ছায় আমাকে আঘাত করেছো, আহত হয়েছি আমি… তবে আমিও নিরপেক্ষ ছিলাম কিনা? তাই ভাবাচ্ছে আমাকে……
তোমাদেরকেই বলছি………