মনে প্রেম ছিল না, সুখ ছিল না,
ছিল কষ্ট মাখা ঢেউ।।
উছলে পড়ে চোখের বারি,
বাঁধ মানে না সেও।
ছিল কষ্ট মাখা ঢেউ।।
উছলে পড়ে চোখের বারি,
বাঁধ মানে না সেও।
কেঁদেছি যে নিযুত রাতি,
বুক ভিজেছে; নিভছে রাতি।
ভুল ভুল সব গুনেছি তারা-
সাথী ছিল না তো কেউ।।
সুখের শরাব পেয়ালায়-
চুমেছি যে নিরালায়।
সবগুলো যে তিক্ত স্বাদের
মিষ্ট মধুতেও।।
-ঝড়ের পাখি
BC.OD.OE