Be you

Don’t think that I will be extinct-
I will do shadows being clouds of your sky.
I will be your most companion during your thirsty
Even you don’t realize me
I will be your most desirable friend
Though you don’t realize or recognize me as your friends
But I am the eternal breeze you need even in South Sudan’s hottest place.


Don’t underestimate me I am the only one who can rescue you from the hardest life you experienced-
Be believe in me; I will always stand beside you
With respect and delicacy you belong to
You have the beautiful eyes, those speak
When you have don’t have words.


Be trusted yourselves-

you are the most precious heavenly thing in this world
Be happy always an make the world happy with your laugh, dance and the eternal Energy.

অনীহা

তোমাকে ভুলে থাকার অপরাধে

হয়ে যাক ফাঁসি

হাঁসি মুখেই মেনে নেবো।

তারপর ভুত হয়ে করবো বসবাস

তোমার জীবনে অগোচরে

নির্দিধিয়ায় আজীবন অনীহায়।

অস্তিত্ব

জীবনের সাথে সাথে বয়ে নিয়ে চলা
এক সফেদ মেঘের স্বপ্ন
পাখির ডানায় ভর করে উড়ে চলা
এক আকাশ থেকে অন্য আকাশে
ভেসে বেড়ানো সমুূদ্রের ঢেউ ঢেউ
হয়ে পুরনো প্লাস্টিকের ছোট্ট আবর্জনা।।
আমার অস্তিত্ব তোমার মাঝেই, আমাদের স্মৃতিতে
মিশে যাবে, মিলিয়ে যাবে পঞ্চভুতে মৃত্যুতে
বাঁচিয়ে রেখো আমাকে যতোদিন বাঁচো তুমি
ভালোবাসা, স্নেহে, আদরে, আনাদরে, অনুযোগে
তবুও বাঁচিয়ে রেখো আমায়- তুমিই আমার ।।