দূর্বোধ্য

অতপর বুঝলাম তুমি আমার নও

তুমি এক মরীচিকা, আলেয়া

আমার কবিতার মতো দূর্বোধ্য।

ইশ্বরও হয়তো বোঝে না তোমার মন

আমি তো কোথা ছাড়

তোমাকে বোঝার নেই কোন সাধ্য

তোমার মন এক অতল গভীর সাগর

আমি তো জানি না সাঁতার

ক্যামনে হবো ডুবুরি

খুঁজে আনবো তোমার

মনের কোনে লুকনো

সেই মহামূল্য রত্ন?

তাই ছেড়ে দিয়েছি তোমার আশা

তোমাকে জলাঞ্জলি দিয়েছি

প্রমত্তা উত্তাল সমুদ্রে।।

Recommended Posts