যে জলে আগুন জ্বলে
সে জল নির্গমনেই প্রশান্তি
জল আর পাথরের মিলনে
ক্ষয়ে যায় পাথর বয়ে চলে জল
সম্মুখে সময়ের পরিক্রমায়
তেমনই ক্ষয়ে যাবো মোরা দুজনেই
ক্ষয়ে ক্ষয়ে মিশে যাবো শূন্যে
যে জলকনায় থেকেই সৃষ্টি
তবু মিলন আমাদের অনিবার্য
মহাবিশ্বের অমোঘ নিয়মে।।
শুনতে ও দেখতে চাইলে