দূর্বোধ্য

অতপর বুঝলাম তুমি আমার নও

তুমি এক মরীচিকা, আলেয়া

আমার কবিতার মতো দূর্বোধ্য।

ইশ্বরও হয়তো বোঝে না তোমার মন

আমি তো কোথা ছাড়

তোমাকে বোঝার নেই কোন সাধ্য

তোমার মন এক অতল গভীর সাগর

আমি তো জানি না সাঁতার

ক্যামনে হবো ডুবুরি

খুঁজে আনবো তোমার

মনের কোনে লুকনো

সেই মহামূল্য রত্ন?

তাই ছেড়ে দিয়েছি তোমার আশা

তোমাকে জলাঞ্জলি দিয়েছি

প্রমত্তা উত্তাল সমুদ্রে।।

মিলন

যে জলে আগুন জ্বলে

সে জল নির্গমনেই প্রশান্তি

জল আর পাথরের মিলনে

ক্ষয়ে যায় পাথর বয়ে চলে জল

সম্মুখে সময়ের পরিক্রমায়

তেমনই ক্ষয়ে যাবো মোরা দুজনেই

ক্ষয়ে ক্ষয়ে মিশে যাবো শূন্যে

যে জলকনায় থেকেই সৃষ্টি

তবু মিলন আমাদের অনিবার্য

মহাবিশ্বের অমোঘ নিয়মে।।

 

 

শুনতে ও দেখতে চাইলে

https://youtu.be/_JeI8GJ8woQ