অস্তিত্ব

জীবনের সাথে সাথে বয়ে নিয়ে চলা
এক সফেদ মেঘের স্বপ্ন
পাখির ডানায় ভর করে উড়ে চলা
এক আকাশ থেকে অন্য আকাশে
ভেসে বেড়ানো সমুূদ্রের ঢেউ ঢেউ
হয়ে পুরনো প্লাস্টিকের ছোট্ট আবর্জনা।।
আমার অস্তিত্ব তোমার মাঝেই, আমাদের স্মৃতিতে
মিশে যাবে, মিলিয়ে যাবে পঞ্চভুতে মৃত্যুতে
বাঁচিয়ে রেখো আমাকে যতোদিন বাঁচো তুমি
ভালোবাসা, স্নেহে, আদরে, আনাদরে, অনুযোগে
তবুও বাঁচিয়ে রেখো আমায়- তুমিই আমার ।।