অনীহা

তোমাকে ভুলে থাকার অপরাধে

হয়ে যাক ফাঁসি

হাঁসি মুখেই মেনে নেবো।

তারপর ভুত হয়ে করবো বসবাস

তোমার জীবনে অগোচরে

নির্দিধিয়ায় আজীবন অনীহায়।

Recommended Posts