অমিল

তোমাকে আর হল না পাওয়া,
তোমার সময়ে -সুযোগে আমি হাওয়া
আমি তখন ক্যারিয়ারের পিছে।
তুমি তখন আমার পিছে ঘুরে মরো মিছে।
এখন আমার অঢেল সময়
ব্যস্ত তুমি থাকতে কর্মময়।
আবার যখন হবে তোমার –
সময় হবে আমার চলার…

Recommended Posts