তোমার রাগে অনুরাগে
বাঁচি আমি অহর্নিশ
আমার অস্তিত্ব তোমার
অভিমানে অনুযোগে
আমি তো মিয়িয়ে যাবো
তোমার অবহেলায়
তোমার অস্থিরতায়
সকল অহংকার জমানো
মনের সিন্ধুকে বদ্ধ
তোমার স্মৃতিকে জড়িয়ে
ভালোবসি তোমায়
দিনশেষে সত্য
এটুকুই জেনো অবশেষ।।
আজংটক, সাউথ সুদান, জুন ১, ২০২৩