তোমার অস্তিত্বে মিশিয়ে দেবো মদিরা
নেশাতুর হয়ে ফিরবে চতুর্দিক
খুঁজে মরবে আমায় তোমার স্মৃতিতে
আগুনমুখো পতঙ্গের ন্যায় পুড়ে মরবে বিরহে-
কিছু চাওয়া না পাওয়ায় থাক
সবকিছু পাওয়া হলে মূল্যহীন আমিও
কেন বলো এমনতরো ভালোবাসা
সুখের চেয়ে পাল্লাভারী দুখের।
আমি তো আজন্ম যাযাবর
শেকড় গজে না উর্বরতম ভূমিতেও
ভেসে চলি তালহীন ছন্দহীন অজানা গন্তব্যে
মনে রেখো কান্নায় ভেঙ্গে পড়ার মূহুর্তেও
দূরে কোথাও চেয়ে আছি
বেঁচে আছি একই অনুভূতি নিয়ে
স্মরে আমাদের পথচলার খেয়ালে
বেখেয়ালে হাজির হবো তোমার দরজায়—-
জুবা, সাউথ সুদান, আগস্ট ১৯, ২০২৩