আপেক্ষিক

বন্ধু হয়তো আমার কষ্ট তোমার কাছে তেমন বড় কষ্ট নয়;
কিংবা ধরো কষ্ট গুলো তোমার কাছে স্পষ্ট নয়।
কিংবা আমি সেল করি না, দেই না তেল নিত্য।
কষ্ট আমি লুকিয়ে রাখি, আমি কষ্টের ভৃত্য।
তাইতো তোমার কষ্ট গুলো সবার কাছে দৃশ্যমান।
আমার গুলো ধুলা পড়া, চুপসে যাওয়া- মৃয়মান।
তোমার যেমন কষ্ট আছে, আমার কষ্টও কম নয়,
কষ্টে আমি ক্লান্ত ভীষণ, কষ্ট বুকে বহমান।

Recommended Posts