তোমায় নিয়ে একটুখানি ইটিস পিটিস প্রেম।
তোমায় অনাহূত মনের কোনে হঠাৎ প্রবেশ।
তোমার সাথে ইনিয়ে বিনিয়ে আদায় করা সুখ
তোমায় নিয়ে ঘুমিয়ে থাকার আলস্য অসুখ।
তোমায় অনাহূত মনের কোনে হঠাৎ প্রবেশ।
তোমার সাথে ইনিয়ে বিনিয়ে আদায় করা সুখ
তোমায় নিয়ে ঘুমিয়ে থাকার আলস্য অসুখ।
তুমি ছাড়া অন্ধ আমি, ল্যাংড়া, লুলা বোবা-
এটা সেটা কাজ করিয়ে- নিজেকে রাজা ভাবা।
তোমার হাতের একটু পায়েস- কি যে মজা – অমৃত।
তুমি ছাড়া- ভেবো না বেশি; বেঁচে থেকেও মৃত।
এটা সেটা কাজ করিয়ে- নিজেকে রাজা ভাবা।
তোমার হাতের একটু পায়েস- কি যে মজা – অমৃত।
তুমি ছাড়া- ভেবো না বেশি; বেঁচে থেকেও মৃত।
তোমায় নিয়ে এক সাগর পারি দেয়ার স্বপ্ন।
নিত্যদিনের খুনসুটিতে- কতকিছুই ভগ্ন।
আমার কাছে চাহিদা তোমার হাজারো-
হবে না পূরণ আমি জানি – তুমিও জানো।
নিত্যদিনের খুনসুটিতে- কতকিছুই ভগ্ন।
আমার কাছে চাহিদা তোমার হাজারো-
হবে না পূরণ আমি জানি – তুমিও জানো।
কি আর করা জড়িয়েছ যখন- জড়িয়েই থাকো-
একটি ব্যর্থ হলেই- নতুন আরেকটি আঁকো।
একটি ব্যর্থ হলেই- নতুন আরেকটি আঁকো।