একলা পুরুষ

আমি তোমার একলা পুরুষ
একলা থাকার সুখে
একলা একাই রইবো বেঁচে
একলা মরার শোকে
একা একাই এঁকে চলা
সাদা খাতার পাতায়
জমছে ধুলো সবুজ পাতায়
হচ্ছে ধূসর রঙ
রঙ মেখে আজ সঙ সেজেছি
লুকিয়ে বুকের ক্ষত
হাসছি দেখো কারণ ছাড়াই
লুকিয়ে কান্না অবিরত।।
ডিসেম্বর ১৮, ২০২২

Recommended Posts