দেখে ভরে মন,
চুপি চুপি তাই
দেখি সারাক্ষণ।
ভাবি তোমাকে
ভাল লাগে তাই।
ফিরিয়ে দাও
তবু ভালবেসে যাই।
দূর থেকে তোমাকে
ভালবেসে যাবো-
জানি না কভু কি
তোমাকে পাবো?
আখি থেকে আজও
ঝরে বারি।
বুকটা দিন দিন
হয়ে ওঠে ভারি।
স্বপ্ন গুলো হয়
কষ্টের রংধনু;
স্মৃতি গুলো আজ
বিষাদের পরাগরেণু,
তুমি আমার আকাশে
অমাবস্যা রাতের
উজ্জল তারা।
আমি চেতনা হারা
অদ্ভূত জগতে
বিরহ প্রনেতা।
ঝড়ের পাখি
১৮-০৭-০৩
ঝড়ের পাখি
১৮-০৭-০৩