খুব স্বাদ ছিলে তোমাকে নিয়ে একখান কাব্য লিখে ফেলবো-
সেখানে থাকবে আমার সজানো না বলা সকল কথা গুলো।
তোমাকে নিয়ে কাব্য করা ছাড়া আর কিছুই আমার মাথায় আসে না।
না ঘুরতে যাওয়া; চুপিসারে অভিসার, নদীর পাড়ে হাত ধরে
একই পথে বারবার হেঁটে যাওয়া।
সেখানে থাকবে আমার সজানো না বলা সকল কথা গুলো।
তোমাকে নিয়ে কাব্য করা ছাড়া আর কিছুই আমার মাথায় আসে না।
না ঘুরতে যাওয়া; চুপিসারে অভিসার, নদীর পাড়ে হাত ধরে
একই পথে বারবার হেঁটে যাওয়া।
তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বাধ ও স্বপ্নও জাগে না বিন্দুমাত্র।
তবু ভালবাসার অদম্য ইচ্ছাটা জেগে থাকে অষ্টপ্রহর।
তবু ভালবাসার অদম্য ইচ্ছাটা জেগে থাকে অষ্টপ্রহর।